ইআরপি সফটওয়ার সেবায় ‘প্রাইডসিস আইটি’র সাফল্য ইআরপি সফটওয়ার সেবায় 'প্রাইডসিস আইটি'র সাফল্য - Pridesys IT Ltd

ইআরপি সফটওয়ার সেবায় ‘প্রাইডসিস আইটি’র সাফল্য

Aug 08, 2021

0 Comment by Viewers

ইআরপি প্রতিষ্ঠান ব্যবস্থাপনা পরিকল্পনা এবং পরিচালনামূলক সফটওয়ার। ‘প্রাইডসিস  আইটি লিমিটেড’ বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা সম্পূর্ণ দেশীয় মেধা ব্যবহার করে ইআরপি’র মতো একটি কমপ্লেক্স সিস্টেম সলিউশন তৈরি করেছে। দেশের মেধাবী  সফটওয়ার ইঞ্জিনিয়ার, ডেভেলপারদের একসঙ্গে করে ‘প্রাইডসিস’ ইআরপি ডেভেলপ করা হয়েছে।