করোনায় গার্মেন্টস শিল্পের জন্য প্রাইডসিসের সফটওয়্যার করোনায় গার্মেন্টস শিল্পের জন্য প্রাইডসিসের সফটওয়্যার - Pridesys IT Ltd

করোনায় গার্মেন্টস শিল্পের জন্য প্রাইডসিসের সফটওয়্যার

Aug 08, 2021

0 Comment by Viewers

দেশে করোনা পরিস্থিতিতে ঝুঁকির মধ্যে পড়া গার্মেন্টস শিল্পখাতকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করছে দেশি ইআরপি সফটওয়্যার। করোনা পরিস্থিতি যখন অনেক প্রতিষ্ঠান ক্রয়াদেশ বাতিলের মুখে পড়ে লোকসানের ঝুঁকি দেখা যায় তখন সবচেয়ে ভালো সাপোর্ট দিয়েছে দেশি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান প্রাইডসিস।