Apr 27, 2020
0 Comment by Viewersদেশের সফটওয়্যার খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রাইডসিস আইটি লিমিটেড তাদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। শনিবার কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এক আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠান উদযাপন করা হয়।
প্রাইডসিস আইটি দেশে গার্মেন্টস খাতের প্রয়োজনীয় ইআরপি সফটওয়্যার সেবা প্রদান করে আসছে। এছাড়া প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র, মাদাগাস্কার, থাইল্যান্ড, ফিজি, ইন্দোনেশিয়াতেও সেবা দিয়ে আসছে।
সম্প্রতি ভিয়েতনামে অনুষ্ঠিত আইসিটি অস্কারখ্যাত অ্যাপিকটা আয়োজনে প্রাইডকাট নামের একটি সফটওয়্যার উদ্ভাবনে মেরিট পুরস্কার পেয়ে দেশের সুনাম বয়ে এনেছে প্রাইডসিস আইটি। এই সফটওয়্যারটি তৈরি পোশাক শিল্পে ফেব্রিকস সাশ্রয় করতে পারে।
গার্মেন্টস খাতের পূর্ণ ইআরপি সফটওয়্যার সেবার পাশাপাশি কাটিং ম্যানেজমেন্ট, প্রোডাকশন প্ল্যানিং, কাটিং এজ বিভিন্ন প্রযুক্তি ও সফটওয়্যার সেবা দিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। এছাড়া, এআই, বিগডেটা, মেশিন লার্নিং, অ্যানালিটিকস, ডিজিটাল মার্কেটিংসহ সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন সেবাও এনেছে প্রাইডসিস।
প্রাইডসিস আইটির উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার ইকবাল বলেন, ‘প্রতিষ্ঠার শুরু থেকে আমাদের লক্ষ্য ছিল মানসম্মত সফটওয়্যার পণ্য ও সেবা তৈরি করা। বিদেশি সফটওয়্যার থেকে নির্ভরতা কমিয়ে দেশীয় সফটওয়্যারের প্রতি আস্থা অর্জন এবং দেশের বাইরে বাংলাদেশি সফটওয়্যার রপ্তানি করা। ছয় বছরের পথ চলায় আমরা অনেক দূর এগিয়েছি। সামনে আমাদের অনেক পথ বাকি।’
মনোয়ার ইকবাল আরও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ ভিশনে অনেক দূর এগিয়েছে দেশ। চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে আমাদের প্রযুক্তি সেবা নিয়ে আরও এগোতে হবে।’
২০১৯ সালে অ্যাপিকটা পুরস্কার, বেসিসের জাতীয় পুরস্কারসহ নানা সাফল্যের পালক যুক্ত হয়েছে প্রাইডসিসে। প্রাইডসিস আইটি দক্ষ ও উন্নত সফটওয়্যার সেবার পাশাপাশি গ্রাহকসেবাকে গুরুত্ব দেয়। ১৫০ জনের বেশি দক্ষ কর্মী নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে।
দেশের তৈরি পোশাক শিল্পে সফটওয়্যার সেবা দিতে ইতিমধ্যে বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে প্রাইডসিস আইটি। সম্প্রতি শীর্ষ পোশাক উৎপাদনকারী আল মুসলিম গ্রুপ ও নাসা গ্রুপ ইআরপি সফটওয়্যার সেবা দেওয়ার চুক্তি করেছে প্রাইডসিসের সঙ্গে। ফেব্রিক সাশ্রয়ী সফটওয়্যার প্রাইডকাটে বিশেষ অবদানের জন্য মাহমুদ গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. জহিরুল ইসলামকে অনুষ্ঠানে বিশেষ সম্মান জানানো হয়।
প্রাইডসিস আইটির এ ধরনের সাফল্য ও উদ্যোগ প্রমাণ করে যে দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ ও উন্নয়নে তারা এক অগ্রণী ভূমিকা পালন করছে। প্রযুক্তি খাতে নতুন সেবা নিয়ে আসার মাধ্যমে তারা ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।