Bangladesh Press Council

Bangladesh Press Council

EST: 1979

40, Topkhana Road, Segunbagicha, Dhaka-1000.

http://www.presscouncil.gov.bd/

বাংলাদেশ প্রেস কাউন্সিল 1979 সালে সংবাদপত্র ও সংবাদ সংস্থার মান বজায় রাখার ও সংশোধন, সংবাদপত্রের স্বাধীনতা সংরক্ষণ ও সুরক্ষার উদ্দেশ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়। কাউন্সিল একটি কোসি-বিচার বিভাগীয় সংস্থা। কাউন্সিল প্রেস কাউন্সিল আইন, 1974 এর ধারা 1২ এর অধীন সংবাদপত্র বা সংবাদ সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগগুলি নিষ্পত্তি করে। এছাড়া, আপিল বিভাগটি ধারা 9 এর অধীন ঘোষণার ঘোষণাপত্র প্রদান ও বাতিলকরণের ব্যর্থতার বিরুদ্ধে আপীল ক্ষেত্রটি নিষ্পত্তি করে। মুদ্রণ প্রেস এবং প্রকাশনা (ঘোষণাপত্র ও নিবন্ধন) আইন, 1973 এর যথাক্রমে 20 টি। কাউন্সিলের মধ্যে দুই বছরের জন্য চেয়ারম্যান এবং চৌদ্দজন সদস্য রয়েছে।